স্বপ্নভূমি ডেস্ক : শেষ ওভারে প্রয়োজন মাত্র ৮ রান, হাতে ৩ উইকেট—এমন পরিস্থিতিতে জয় পাওয়ার কথা যে কোনো দলের, বিশেষ করে মারকুটে ব্যাটিং লাইনআপের জন্য পরিচিত ওয়েস্ট ইন্ডিজের জন্য তা সহজ হওয়া উচিত। কিন্তু প্রতিপক্ষ যখন হয় পাকিস্তানের মতো আনপ্রেডিক্টেবল দল এবং ডেথ ওভারে বল হাতে থাকেন শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ পেসার, তখন দৃশ্যপট দ্রুত বদলে যেতে পারে—এবং সেটাই হলো মাঠে।
শেষ ওভারে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি মাত্র ৪ রান দিয়ে তুলে নেন রোমারিও শেফার্ডের উইকেট। ম্যাচ গিয়ে দাঁড়ায় একেবারে শেষ বলে, যেখানে জয়ের জন্য প্রয়োজন ৩ রান। চাপের মুহূর্তে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন জেসন হোল্ডার, হতবাক করে দেন পাকিস্তানকে।
এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তান ১৪ রানে জয় পেয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের এটি ছিল টানা ছয় পরাজয়ের পর প্রথম জয়।
এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে তোলে মাত্র ১৩৩ রান। দলের পক্ষে হাসান নওয়াজ ২৩ বলে ৪০, অধিনায়ক সালমান আলি আগা ৩৩ বলে ৩৮ এবং ফখর জামান ১৯ বলে ২০ রান করেন।
লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মতি ২০ বলে ২৮, অধিনায়ক শাই হোপ ৩০ বলে ২১ রান করেন। এছাড়া রস্টন চেজ ও জেসন হোল্ডার করেন সমান ১৬ রান করে।
এই ম্যাচেই গড়েছেন ব্যক্তিগত এক অনন্য রেকর্ড জেসন হোল্ডার। ১৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে উঠেছেন।
৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা এখন ৮১টি, যা ছাড়িয়ে গেছে ডোয়াইন ব্রাভোর ৭৮ উইকেটের রেকর্ডকে।